যে পলিমারকরণ বিক্রিয়ায় কোন ক্ষুদ্র পদার্থের অপসারণ ব্যতীত মনোমার অণুসমূহ পরপর যুক্ত হয়ে দীর্ঘ শিকল পলিমার গঠন করে এবং গঠিত পলিমার এর আণবিক ভর মনোমারের আণবিক ভরের পূর্ণ গুণিতক হয় তাকে যুত বা সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলে। সাধারণত, দ্বিবন্ধনযুক্ত যৌগসমূহ যেমন অ্যালকিন, প্রতিস্থাপিত অ্যালকিন ও ভিনাইল যৌগসমূহে সংযোজন পলিমারকরণ ঘটে।
সংযোজন পলিমারকরণ ও ঘনীভবন পলিমারকরণের মধ্যে পার্থক্য কি?
সংযোজন পলিমারকরণ ও ঘনীভবন পলিমারকরণের মধ্যে পার্থক্য নিম্নরূপ :
সংযোজন পলিমারকরণ
- সংযোজন বিক্রিয়ার মাধ্যমে এ পলিমার গঠিত হয়।
- মনোরমগুলো অসম্পৃক্ত যৌগ।
- শিকল বর্ধনের মাধ্যমে পলিমার গঠিত হয়।
ঘনীভবন পলিমারকরণ
- বিক্রিয়ায় পলিমার গঠনকালে ক্ষুদ্র অণু, যথা HCl/H2O প্রভৃতি অপসারিত হয়।
- মনোমার অণুতে দুটি সক্রিয় কার্যকরী মূলক থাকে।
- ধাপে ধাপে বিক্রিয়া ঘটে ও পলিমার সৃষ্টি হয়।