মৌলের ধাতব ধর্ম কি? অষ্টক নিয়ম বলতে কী বোঝ?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মৌলের ধাতব ধর্ম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন সৃষ্টি হওয়া। কেননা মুক্ত ইলেকট্রনসমূহ দ্বারাই ধাতব বন্ধন সৃষ্টি হয়। ধাতব ধর্ম নির্ভর করে মৌলের আয়নীকরণ শক্তির উপর। পর্যায় সারণির বাম দিকের মৌলসমূহের আয়নীকরণ শক্তি অপেক্ষাকৃত কম হওয়ায় এরা ধাতব প্রকৃতির হয় এবং ডান দিকের মৌলসমূহের আয়নীকরণ শক্তি বেশি হওয়ায় এরা অধাতব প্রকৃতির হয়।

মৌলসমূহের ধাতব ধর্ম একটি পর্যায়বৃত্ত ধর্ম।

অষ্টক নিয়ম বলতে কী বোঝ?

বিভিন্ন মৌলের পরমাণুসমূহ নিজেদের মধ্যে ইলেকট্রন আদান-প্রদান এবং শেয়ারের মাধ্যমে পরমাণুসমূহের শেষ শক্তিস্তরে যে আটটি ইলেকট্রনের বিন্যাস লাভ করে তাকে অষ্টক নিয়ম বলে। যেমন, সোডিয়াম ক্লোরাইড গঠনের সময় সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন পরমাণু ঐ ইলেকট্রন গ্রহণ করে। এভাবে, উভয় মৌলের পরমাণুই সর্ববহিঃস্থ স্তরে অষ্টক কাঠামো লাভ করে।

অষ্টক নিয়মের সাহায্যে বেশিরভাগ যৌগের বন্ধন ব্যাখ্যা করা যায়। মৌলসমূহ অষ্টক পূর্ণ করার উদ্দেশ্যেই রাসায়নিক বন্ধনে অংশ নেয়।