প্রতি অন্তরক কি?
উত্তরঃ প্রতি অন্তরক হলো অন্তরীকরণের বিপরীত। প্রতি অন্তরক অনির্দিষ্ট যোগজের সাথে সম্পর্কিত। কোনো ফাংশনের অন্তরক দেওয়া থাকলে যে পদ্ধতিতে ফাংশনটি পাওয়া যায় তাকে প্রতি অন্তরীকরণ বা যোগজীকরণ বলে।
ঘূর্ণন বলের ব্যাখ্যা দাও।
উত্তরঃ কাপড় থেকে পানি বের করার জন্য আমরা কাপড়কে মোচড় দেই বা স্ক্রুকে খোলার জন্য একটি মোচড় বল প্রয়োগ করি। যা ঘূর্ণন সৃষ্টি করে। এরূপ বলকে ঘূর্ণন বল বলে। একে টর্ক বা বলের ভ্রামকও বলা হয়ে থাকে। একটি ডান হাতি স্ক্রুকে ঘূর্ণন বল প্রয়োগে ঘুরানো হলে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয়, ঘূর্ণন বলটির দিক হবে সেদিকে। ঘূর্ণন বল একটি ভেক্টর রাশি।