পরিবর্তনশীল যোজনী কাকে বলে? নিয়ন (Ne) একটি নিষ্ক্রিয় গ্যাস কেন?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোনো কোনো মৌলের যোজনী অবস্থানভেদে বিভিন্ন হয়। যে মৌলের একাধিক যোজনী আছে, তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। আয়রণের দুই ধরনের যৌগ আছে। এক ধরনের যৌগে আয়রণের যোজনী 2, এ যৌগসমূহকে ফেরাস যৌগ বলা হয়। অন্য ধরনের যৌগে আয়রণের যোজনী 3, এ যৌগসমূহকে ফেরিক যৌগ বলা হয়। যেমন: FeCl2 = ফেরাস ক্লোরাইড (আয়রণের যোজনী 2), FeCl3 = ফেরিক ক্লোরাইড (আয়রণের যোজনী 3)।

নিয়ন (Ne) একটি নিষ্ক্রিয় গ্যাস কেন?

একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে বা শক্তিস্তরে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক সেই কয়টি ইলেকট্রন যদি ঐ শক্তিস্তরে থাকে তাহলে সেই কক্ষপথ পূর্ণ থাকে। এরকম পরমাণুগুলো বেশ নিষ্ক্রিয় হয়। নিয়ন পরমাণুতে দশটি ইলেকট্রন আছে। প্রথম কক্ষপথে সর্বোচ্চ ২টি ও দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ৮টি ইলেকট্রন থাকতে পারে। ফলে নিয়ন পরমাণুটির কক্ষপথ পূর্ণ থাকে। তাই নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস।