১৮২৯ সালে জার্মান বিজ্ঞানী জে. ডব্লিউ. ডোবেরাইনার পারমাণবিক ভরের সাথে সম্পর্কিত করে ত্রয়ী সূত্র (law of Triads) প্রদান করেন। ত্রয়ী সূত্রটি হলো- পর্যায় সারণির দুটি মৌলের পারমাণবিক ভরের গড় অন্য একটি মৌলের পারমাণবিক ভরের প্রায় সমান এবং মৌল তিনটির ধর্ম একইরকম।
এই তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান হয়। মৌল তিনটিকে ‘ডােবেরাইনার ত্রয়ী’ বলে। যেমন, লিথিয়াম (৭) ও পটাসিয়ামের (৩৯) পারমাণবিক ভরের গড় সােডিয়ামের (২৩) পারমাণবিক ভরের প্রায় সমান।