কোন ধাতব দণ্ড এর নিজস্ব আয়ন সমন্বিত তড়িৎবিশ্লেষ্য দ্রবণের সংস্পর্শে আসার ফলে যদি জারণ বা বিজারণ বিক্রিয়া সংঘটিত হতে শুরু করে তাহলে ঐ ধাতব পদার্থের পৃষ্ঠতল ও দ্রবণের সংযোগস্থলের দুই বিপরীত আধানজনিত দ্বিস্তর গঠনের মাধ্যমে যে তড়িৎ বিভবের সৃষ্টি হয়, তাকে তড়িৎদ্বার বিভব বলে।
জারণ তড়িৎদ্বার বিভব ও বিজারণ তড়িৎদ্বার বিভবের মধ্যে পার্থক্য কি?
জারণ তড়িৎদ্বার বিভব ও বিজারণ তড়িৎদ্বার বিভবের মধ্যে পার্থক্য নিম্নরূপ :
- জারণ অর্ধকোষ অ্যানোড ও দ্রবণের সংযোগস্থলে ইলেকট্রন ত্যাগের প্রবণতার ফলে এক ধরনের বিভব পার্থক্যের সৃষ্টি হয়, একে জারণ তড়িৎদ্বার বিভব বলা হয়। অন্যদিকে বিজারণ অর্ধকোষ যেখানে ক্যাথোড ও দ্রবণের সংযোগস্থলে ইলেকট্রন গ্রহণের প্রবণতার ফলে এক ধরনের বিভব পার্থক্যের সৃষ্টি হয়, একে বিজারণ তড়িৎদ্বার বিভব বলা হয়।
- ধাতুর জারণ তড়িৎদ্বার বিভবের মান যতো বেশি হবে ধাতু ততো অ্যানোড হিসেবে কাজ করে। অন্যদিকে বিজারণ বিভবের মান যতো বেশি হবে ধাতুটি ততো ক্যাথোড হিসেবে কাজ করবে।