হতে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করা হয়। পাউডার তৈরির প্রধান উপাদান হলো ট্যালক। এছাড়া যেসব উপাদান ব্যবহার করা হয় সেগুলো হলো– জিংক অক্সাইড, কেওলিন (Al2O3.2SiO2.2H2O), ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, স্টার্চ, সুগন্ধি ও রঙ ইত্যাদি। তবে এর মধ্যে ট্যালকই মূল উপাদান হিসাবে ৯০-৯৫% থাকে।
আবার কিছু কিছু ফর্মূলায় পিচ্ছিল করার জন্য জিংক স্টিয়ারেট ও ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, টাইটেনিয়াম অক্সাইডও ব্যবহার করা হয়। সাধারণত তৈলাক্ত এবং অম্লীয় প্রকৃতির ত্বকে টেলকম পাউডার ব্যবহার করা হয়। এটি মুখে দিলে ত্বকে পাতলা মোলায়েম আবরণ পড়ে যা ত্বকের তৈলাক্তভাব বা অম্লীয়ভাব প্রশমিত করে এবং ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি হতে রক্ষা করে ত্বককে কোমলতা দান করে।