জারণ-বিজারণ অর্ধ বিক্রিয়া কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

জারণ অর্ধ-বিক্রিয়া কাকে বলে?
যেসব পরমাণু, মূলক বা আয়ন রাসায়নিক বিক্রিয়াকালে ইলেকট্রন ত্যাগ বা বর্জন করে সেগুলো বিজারক হিসেবে পরিচিত। বিজারক কর্তৃক ইলেকট্রন ত্যাগের ফলে এর সংশিষ্ট মৌলের পরমাণুটি জারিত হয়, একে জারণ অর্ধ-বিক্রিয়া বলে।

বিজারণ অর্ধ-বিক্রিয়া কাকে বলে?
যেসব পরমাণু, মূলক বা আয়ন রাসায়নিক বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে সেগুলো জারক হিসেবে পরিচিত। জারক কর্তৃক ইলেকট্রন গ্রহণের ফলে এর সংশ্লিষ্ট মৌলের পরমাণুটি বিজারিত হয়। একে বিজারণ অর্ধ-বিক্রিয়া বলে।