গোলতলী ফ্লাস্ক কাকে বলে? ফার্স্ট এইড বক্স বলতে কী বোঝায়?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

গোলাকার ছোট গলা যুক্ত কাঁচ পাত্রকে গোলতলী ফ্লাস্ক বলে। সাধারণত কোন বিক্রিয়াকে অধিক সময় ধরে তাপ দেওয়ার জন্য গোলতলী ফ্লাস্ক ব্যবহার করা হয়। গোলতলী ফ্লাস্ক শক্ত এবং বোরো সিলিকেট কাঁচ দ্বারা তৈরি। তাপ দেওয়ার সময় গোলতলী ফ্লাস্ককে একটি স্ট্যান্ডের সাহায্যে ভালো করে আটকে রাখতে হবে।

ফার্স্ট এইড বক্স বলতে কী বোঝায়?

ফার্স্ট এইড বক্স ল্যাবরেটরি নিরাপত্তা বিধানে অতীব গুরুত্বপূর্ণ বিষয়। গ্লাস সামগ্রি ব্যবহার করতে গিয়ে ত্বক কেটে গিয়ে রক্তপাত হলে, মুখে, চোখে বা ত্বকে রাসায়নিক পদার্থ লাগলে, বার্নারের শিখায় ত্বক পুড়ে গেলে অথবা পরীক্ষাগারে বিষাক্ত পদার্থের কারণে অবচেতন হলে ল্যাবরেটরিতে যে চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি রাখা হয় তা হলো ফার্স্ট এইড বক্স।