সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর সময়ের সাথে বৃত্তের ব্যাসার্ধ বরাবর এবং বৃত্তের কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে।
কেন্দ্রমুখী ত্বরণের মান কিসের উপর নির্ভর করে?
কেন্দ্রমুখী ত্বরণের মান নিম্নলিখিত দুটি বিষয়ের উপর নির্ভর করে–
(i) ঘূর্ণনরত বস্তুর বেগের ওপর এবং
(ii) কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের ওপর।
কেন্দ্রমুখী ত্বরণের প্রয়োজন হয় কেন?
যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণনরত থাকে, তখন বৃত্তের কেন্দ্র হতে বাহিরের দিকে একটি ধাক্কা কাজ করে। এটিকে কেন্দ্রবিমুখী বল বলে। এই বল বস্তুতে যে ত্বরণ সৃষ্টি করে, তাকে কেন্দ্রবিমুখী ত্বরণ বলে। কেন্দ্রবিমুখী ত্বরণের দরুণ বৃত্তপথে ঘূর্ণনরত বস্তুটি বাহিরের দিকে ছিটকে পড়তে চায়। তাই কেন্দ্রবিমুখী ত্বরণকে প্রশমিত করার জন্য বৃত্তপথের কেন্দ্রের দিকে অর্থাৎ কেন্দ্রবিমুখী ত্বরণের বিপরীতে কেন্দ্রমুখী ত্বরণের প্রয়োজন হয়।