উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? (What is called Williamson Synthesis Reaction Class 12?)
যে বিক্রিয়ায় অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম/পটাশিয়াম অ্যালকোক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডকে উত্তপ্ত করলে ইথার উৎপন্ন হয়, তাকে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া বলে।
রাইমার টাইম্যান বিক্রিয়া কাকে বলে? (What is called Raimar Timan Reaction Class 12?)
যে বিক্রিয়ায় ফেনলের মধ্যে ক্লোরোফর্ম ও কস্টিক সোডা অথবা কস্টিক পটাশ এর জলীয় দ্রবণ মিশ্রিত করে 60°C তাপমাত্রায় উত্তপ্ত করলে স্যালিসাইল অ্যালডিহাইড বা অর্থোহাইড্রক্সি বেনজ্যালডিহাইড, NaCl ও পানি উৎপন্ন হয়, তাকে রাইমার টাইম্যান বিক্রিয়া বলে।