ইপিআই (EPI) এর পূর্ণরূপ কি? ইপিআই কি? What is EPI in Bangla?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

EPI এর পূর্ণরূপ– Expanded Program on Immunization.
ইপিআই হলো বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। রোগ প্রতিরোধের লক্ষ্যকে কেন্দ্র করে ইপিআই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। এর মাধ্যমে বিশ্বব্যাপী বিভিন্ন সংক্রমণ রোগ থেকে শিশুদের অকালমৃত্যু ও পঙ্গুত্ব রোধ করা হয় এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা হয়।

বর্তমানে ২০০৫ সালের মধ্যে EPI মাধ্যমে পোলিও ও শিশু ও মাতৃমৃত্যু শতভাগ কমানো যায়। ১৯৯৯ সালের মধ্যে হাম জনিত মৃত্যু আর্ধেক করা সম্ভব হয়েছে। ২০১০ সালের মধ্যে সকল দেশে ৯০% ভ্যাক্সিনেশনের আওতায় আনা হয়েছে। ২০০৭ সালের মধে সকল গরিব ৫০% এবং ২০০৫ সালের মধ্যে Hib প্রতিরোধের সংকল্প করা হয়।