অ্যারোমেটিক যৌগ কি? অ্যারোমেটিক যৌগের প্রকারভেদ, বৈশিষ্ট্য

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অ্যারোমেটিক যৌগ হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ত বলয় বিশিষ্ট যৌগ তথা বেনজিন, বেনজিনের জাতক এবং অন্যান্য কিছু একইধর্মী চাক্রিক যৌগ। এদের বৈশিষ্ট্য হলাে এ সকল যৌগ ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ও রেজোন্যান্স প্রদর্শন করে। এ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বেনজিন এবং বেনজিন জাতক ছাড়া হেটেরোসাইক্লিক যৌগসমূহকেও এ শ্রেণির অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং, অ্যারােমেটিক যৌগ দু’প্রকার। যথা:
ক. কার্বোসাইক্লিক বা সুষম চাক্রিক অ্যারােমেটিক যৌগ এবং
খ . হেটেরােসাইক্লিক বা বিষম চাক্রিক অ্যারােমেটিক যৌগ।

কার্বোসাইক্লিক বা সুষম চাক্রিক অ্যারােমেটিক যৌগ: যে সকল অ্যারােম্যাটিক যৌগের চক্র কাঠামাে শুধু মাত্র কার্বন পরমাণু দ্বারা গঠিত তাদেরকে সুষম চাক্রিক অ্যারােম্যাটিক যৌগ বলে। এ সকল যৌগের কাঠামােতে 6 কার্বন বিশিষ্ট বেনজিন বলয় অবশ্যই উপস্থিত থাকে। অর্থাৎ বেনজিন ও তার জাতকসমূহ এ শ্রেণিভুক্ত। যেমনঃ বেনজিন, টলুইন ইত্যাদি।

অ্যারোমেটিক যৌগ কি? অ্যারোমেটিক যৌগের প্রকারভেদ, বৈশিষ্ট্য

হেটেরােসাইক্লিক বা বিষম চাক্রিক অ্যারােমেটিক যৌগ: যে সকল অ্যারােমেটিক যৌগের চক্র কাঠামােতে কার্বন ছাড়াও অন্যান্য পরমাণু যেমন- N, S, 0 প্রভৃতি থাকে তাদেরকে হেটেরােসাইক্লিক যৌগ বলে। যেমনঃ পিরিডিন, থায়োফিন ইত্যাদি।অ্যারোমেটিক যৌগ কি? অ্যারোমেটিক যৌগের প্রকারভেদ, বৈশিষ্ট্য

হেটেরোসাইক্লিক যৌগের চক্রে কার্বন ছাড়া অপর যে পরমাণু যুক্ত থাকে তাকে হেটেরো পরমাণু বলে।

অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য
অ্যারোমেটিক যৌগের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এ বিশেষ বৈশিষ্ট্যগুলোকে বলা হয় অ্যারোমেটিসিটি। নিচে অ্যারোমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্য অর্থাৎ অ্যারোমেটিসিটি আলোচনা করা হলো:
১. বিশেষ প্রকৃতির অসম্পৃক্ততা:
২. অনুরণন
৩. হাকেল নীতি অনুসরণ
৪. প্রতিস্থাপন বিক্রিয়া ও
৫. বিশেষ প্রকৃতির স্থায়িত্ব।
বিশেষ প্রকৃতির অসম্পৃক্ততা: বেনজিনের অসম্পৃক্ততা বিশেষ প্রকৃতির। এটি ইথিন ও ইথাইনের মতাে যুত বিক্রিয়া দেয় না।
অনুরণন: বেনজিনে কার্বন-কার্বন বন্ধন দৈর্ঘ্য 0.139 nm, যা কার্বন-কার্বন একক বন্ধন দৈর্ঘ্য (0.154 nm) ও কার্বন-কার্বন দ্বি-বন্ধন দৈর্ঘ্য (0.134) এর মাঝামাঝি। এ থেকে প্রমাণিত হয় যে, বেনজিন অনুরণন বা রেজোন্যান্স প্রদর্শন করে।
হাকেল নীতি অনুসরণ: হাকেল নীতি অনুসারে বেনজিন অণুর সমতলীয় চাক্রিক কাঠামােতে (4n + 2) সংখ্যক পাই ইলেকট্রন রয়েছে। এখানে, n = 0, 1, 2, 3 ……… ইত্যাদি।
প্রতিস্থাপন বিক্রিয়া: বেনজিন হ্যালােজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন প্রভৃতি ক্ষেত্রে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়।
বিশেষ স্থায়িত্ব: বেনজিন যৌগে অসম্পৃক্ততা থাকা সত্ত্বেও ইথিন অপেক্ষা এটি যথেষ্ট স্থিতিশীল।