চার্জকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোন প্রক্রিয়ায় চার্জকে স্থানান্তরিত করা যায় কিন্তু কোন নতুন চার্জ সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না। যেমন- কাচদণ্ডকে যদি রেশমি কাপড় দ্বারা ঘর্ষণ করা হয় তখন কাচদণ্ড ধনাত্মক চার্জে চার্জিত হয় অর্থাৎ কাচদণ্ডে ইলেকট্রনের ঘাটতি ঘটে। রেশমি কাপড় ঋণাত্মক চার্জে চার্জিত হয়, অর্থাৎ রেশমি কাপড়ে ইলেকট্রনের আধিক্য ঘটে। পরীক্ষা করে দেখা গেছে, কাচদণ্ড থেকে যে পরিমাণ ঋণাত্মক চার্জ স্থানান্তরিত হয় রেশমি কাপড়ে ঠিক সেই পরিমাণ ঋণাত্মক চার্জের আবির্ভাব হয়।
অর্থাৎ ঘর্ষণের ফলে চার্জের সৃষ্টি হয় নি। চার্জ শুধুমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়েছে।
কুলম্বের সূত্র
১৭৮৫ খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী কুলম্ব দুটি বৈদ্যুতিক চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কিত একটি সূত্র প্রদান করেন। এ সূত্রকে কুলম্বের সূত্র বলা হয়। নিচে সূত্রটি বিবৃত করা হলোঃ
“দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তা চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল চার্জদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে।”