রেশম কি? পশম ও রেশমের মধ্যে পার্থক্য কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

রেশম কি? (What is Silk in Bengali/Bangla?)

রেশম একটি পলি পেপটাইড তন্তু। এটি চারটি অ্যামিনো এসিডের সমন্বয়ে গঠিত। অ্যামিনো এসিডগুলো হলো- গ্লাইসিন (C₂H₅NO₂), অ্যালানিন (C3H7NO2), সেরিন (C3H7NO3) এবং টাইরোসিন (C9H11NO3)। রেশমের মধ্যে গ্লাইসিন (Glycine) এবং অ্যালানিন (Alanine) প্রায় ২ : ১ অনুপাতে বিদ্যমান থাকে। গ্লাইসিন এবং অ্যালানিন সিল্কের কেলাসন অঞ্চলে থাকে। আর অদানাদার অঞ্চলে সেরিন ও টাইরোসিন উপস্থিত থাকে।

রেশমের বৈশিষ্ট্য (Characteristics of Silk)

১. রেশম ইলাস্টিকধর্মী।

২. এটি তাপ অপরিবাহী এবং অধিক তাপ সংবেদী।

৩. এর নিজের আকার ধরে রাখার ক্ষমতা আছে।

৪. এর শোষণ ক্ষমতা অধিক।

রেশমের ব্যবহার (Use of Silk)

১. বিভিন্ন ধরনের পোশাক তৈরিতে ব্যবহার করা হয়।

২. প্যারাসুট তৈরি করতে ব্যবহার করা হয়।

৩. সুতা এবং ফিতা তৈরিতে ব্যবহার করা হয়।

৪. গৃহসজ্জায় এটি ব্যবহৃত হয়।

৫. সার্জিক্যাল সুতা তৈরি হয় রেশম হতে।

পশম ও রেশমের মধ্যে পার্থক্য কি?

পশম ও রেশমের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো:

পশম

  • পশম গঠিত হয় ক্যারোটিন দিয়ে।
  • ভেড়ার লোম হতে পশম পাওয়া যায়।
  • সূর্যালোকে পশমের ক্ষতি হয় না।

 

রেশম

  • রেশম গঠিত ফা ব্রেয়ন প্রোটিন দিয়ে।
  • রেশম পোকা হতে পাওয়া যায়।
  • রেশম সূর্যালোকে নষ্ট হয়ে যেতে পারে।