তড়িৎচালক বল কাকে বলে? (What is electromotive force?)
একটি একক ধনাত্মক আধানকে কোনো কোষের সম্পূর্ণ বর্তনীর মধ্যে (ভিতরে এবং বাইরে) একবার পুর্ণ আবর্তন করাতে যে পরিমান কার্য সম্পাদন করতে হয় তাকে ঐই কোষের তড়িৎচালক বল বলে।
বিভব পার্থক্য বা বিভব প্রভেদ কাকে বলে? (What is potential difference?)
একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে ঐই বিন্দুটির বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বলে।
তড়িৎচালক বল ও বিভব প্রভেদ এর মধ্যে পার্থক্য (Difference between electromotive force and potential difference)
তড়িৎচালক বল
- মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের দুই মেরুর মধ্যে বিভব পার্থক্যকে কোষের তড়িৎচালক বল বলে।
- তড়িৎচালক বল হলো বিভব প্রভেদ এর কারণ।
- তড়িৎচালক বলের মান বিভব প্রভেদ এর মান অপেক্ষা বেশি হয়।
- বর্তনীর যে অংশে তড়িৎচালক বল উৎপন্ন হয়, সেই অংশে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
- পোটেনশিওমিটার যন্ত্র দিয়ে তড়িৎ চালক বল মাপা হয়।
বিভব প্রভেদ
- বদ্ধ বর্তনীতে কোষের দুই মেরুর তড়িৎ বিভবের মান এর পার্থক্যকে বিভব প্রভেদ বলে।
- বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল।
- বিভব প্রভেদ এর মান তড়িৎচালক বলের মান অপেক্ষা কম হয়।
- বর্তনীর যে অংশে বিভব প্রভেদ এর অস্তিত্ব থাকে, সেখানে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়।
- ভোল্ট মিটার দিয়ে বিভব প্রভেদ মাপা হয়।