গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন তাকে আয়নিকরণ বিভব বলে।
এটি একটি পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নিকরণ বিভব বৃদ্ধি পায় এবং একই গ্রুপের উপর থেকে নিচে আসলে আয়নিকরণ বিভব হ্রাস পায়। লক্ষ্য করলে দেখা যায় যে, পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে ইলেকট্রণ সংখ্যা বৃদ্ধি পেলেও স্তর সংখ্যা বৃদ্ধি পায় না তাই এদের থেকে ইলেকট্রণ সরাতে বেশি শক্তির প্রয়োজন। আবার গ্রুপের উপর থেকে নিচে নামলে ইলেকট্রন বৃদ্বির সাথে সাথে স্তর সংখ্যা বৃদ্ধি পায়।
O2 এবং N2 এর মধ্যে কোনটির ব্যাপন হার বেশি এবং কেন?
O2 এবং N2 এর মধ্যে N2 এর ব্যাপন হার বেশি হবে। কারণ O2 এর ঘনত্ব N2 এর ঘনত্বের চেয়ে বেশি। গ্রাহামের ব্যাপন সূত্রানুসারে “কোনো গ্যাসের ব্যাপনের হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক।” অর্থাৎ যে গ্যাসের বাম্প ঘনত্ব যত হবে সে গ্যাসের ব্যাপন হার তত কম হবে। অক্সিজেন এর বাম্প ঘনত্ব 16 এবং N2 এর বাম্প ঘনত্ব 14। যেহেতু N2 এর বাম্প ঘনত্ব কম তাই N2 এর ব্যাপন হার বেশি।