আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আইসোটোপ (Isotope) : যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ (Isotope) বলে। Iso অর্থ একই এবং tope অর্থ স্থান। সুতরাং, Isotope অর্থ একই স্থান। এদের পারমাণবিক সংখ্যা একই বলে এদের রাসায়নিক ধর্মও একই এবং পর্যায় সারণিতে এদের স্থানও একই। তাই এদেরকে বলা হয় আইসোটোপ। পারমাণবিক সংখ্যা সমান, সুতরাং এদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন বলে এদের ভর সংখ্যা ভিন্ন। যেমন- কার্বনের দুটি আইসোটোপ 12
6C
এবং 13
6C
। কারণ এদের পারমাণবিক সংখ্যা সমান (6) কিন্তু ভর সংখ্যা ভিন্ন (12) ও (13)।

আইসোটোন (Isotone) : যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। যেমন- 40
20C
a, 39
19K এরা পরস্পরের আইসোটোন। কারণ এদের প্রত্যেকের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা 20 কিন্তু এদের ভর সংখ্যা তথা প্রোটন সংখ্যা অসমান।

আইসোবার (Isobar) : ভিন্ন পারমাণবিক সংখ্যার যেসব পরমাণুর ভর সংখ্যা সমান তাদেরকে আইসোবার (Isobar) বলে। যেমন- 4028 Ar ও 4020 Ca।