ভার্নিয়ার বা বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যদি প্রধান বা রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলে না যায়, তাহলে যন্ত্রে যে ত্রুটি দেখা যায় তাকে যান্ত্রিক ত্রুটি বলে।
যান্ত্রিক ত্রুটি দুই প্রকার। যথা–
১। ধনাত্মক যান্ত্রিক ত্রুটি এবং
২। ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি।
- ধনাত্মক যান্ত্রিক ত্রুটিঃ স্লাইড ক্যালিপার্সের চোয়াল দুটি একত্রে মিলালে যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের ডান দিকে থাকে তাহলে যান্ত্রিক ত্রুটি ধনাত্মক হয়।
- ঋণাত্মক যান্ত্রিক ত্রুটিঃ স্লাইড ক্যালিপার্সের চোয়াল দুটি একত্রে মিলালে যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের বামদিকে থাকে তাহলে যান্ত্রিক ত্রুটি ঋণাত্মক হয়।