বিদ্যুৎ চুম্বকীয় আবেশ কাকে বলে? বিদ্যুৎ চুম্বকীয় আবেশের সূত্র লিখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোন বদ্ধ পরিবাহী কুণ্ডলীর সাথে সংযুক্ত চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে ক্ষণস্থায়ী বিদ্যুৎচ্চালক বলের উদ্ভব হয়। একে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ বলে। বিদ্যুৎ চুম্বকীয় আবেশ দুই প্রকার।

বিদ্যুৎ চুম্বকীয় আবেশের সূত্রঃ

প্রথম সূত্র : যখনই কোন বদ্ধ তার কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন ঘটে তখনই উক্ত তার কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী বিদ্যুৎচ্চালক বল আবিষ্ট হয়।

দ্বিতীয় সূত্র : বদ্ধ তার কুণ্ডলীর সাথে জড়িত ফ্লাক্স সংযুক্তির পরিবর্তনের ফলে আবিষ্ট বিদ্যুৎচ্চালক বল ফ্লাক্স সংযুক্তির পরিবর্তনের হারের সমানুপাতিক।