তরঙ্গ তত্ত্বের সাহায্যে ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায় না। তার কারণ নিচে ব্যাখ্যা করা হলো:
- তরঙ্গ তত্ত্ব অনুসারে কোনো ধাতব পৃষ্ঠে আলোর পতন ও তা থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য সময়ের প্রয়োজন। কিন্তু ফটোতড়িৎ প্রক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা, ধাতব পৃষ্ঠে আলো আপতিত হওয়া এবং তা থেকে ইলেকট্রন নিঃসরণের মধ্যে কোনো কাল বিলম্ব নেই। সুতরাং ফটোতড়িৎ ক্রিয়ার এ ধর্মটি তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না।
- তরঙ্গ তত্ত্ব থেকে আমরা জানি যে নিঃসৃত ইলেকট্রনের প্রাথমিক বেগ তথা গতিশক্তি আলোর তীব্রতার ওপর নির্ভরশীল। কিন্তু ফটোতড়িৎ ক্রিয়ার পরীক্ষালব্ধ ফলাফল হতে আমরা জানি যে, নিঃসৃত ইলেকট্রনের প্রাথমিক গতিশক্তি আলোর তীব্রতার ওপর নির্ভরশীল নয় বরং এটা আলোর কম্পাঙ্কের ওপর নির্ভরশীল। পরীক্ষালব্ধ এই ফলটিকেও তরঙ্গ তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করা যায় না।
- যেকোনো ধাতুর বেলায় তার সূচন কম্পাঙ্কের চেয়ে আপতিত আলোর কম্পাঙ্ক বেশি না হলে ইলেকট্রন নিঃসৃত হবে। সূচন কম্পাঙ্কের অস্তিত্ব তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না।