পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য হওয়ায় সেখানে বস্তুর ওজন শূন্য হয়। আমরা জানি, কোনো নির্দিষ্ট স্থানে বস্তুর ওজন হলো এর ভর ও ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণের গুণফল। সুতরাং, কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হলে ঐ স্থানে বস্তুর ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফল তথা ওজনও শূন্য হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য। তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজনও শূন্য হয়।