স্পর্শ কোণ কাকে বলে? স্পর্শ কোণ কোন কোন বিষয়গুলোর ওপর নির্ভর করে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কঠিন ও তরলের স্পর্শ বিন্দু হতে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন বস্তুর সাথে তরলের মধ্যে যে কোণ উৎপন্ন করে, তাকে উক্ত কঠিন ও তরলের মধ্যকার স্পর্শ কোণ বলে। স্পর্শ কোণ সাধারণত দুই প্রকার।

স্পর্শ কোণ কোন কোন বিষয়গুলোর ওপর নির্ভর করে?
স্পর্শ কোণ নির্ভর করে–
i. কঠিন ও তরলের প্রকৃতির ওপর।
ii. তরলের মুক্ততলের উপরস্থ মাধ্যমের ওপর। যেমন পারদের ওপর বায়ু থাকলে পারদ ও কাচের স্পর্শ কোণ যা হবে পারদের ওপর পানি থাকলে স্পর্শ কোণ তা থেকে আলাদা হবে।
iii. কঠিন ও তরল পদার্থের বিশুদ্ধতার ওপর। তরল যদি বিশুদ্ধ না হয় বা কঠিন পদার্থের পৃষ্ঠে কোন কিছু থাকলে স্পর্শ কোণ পরিবর্তিত হয়ে যায়। বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাচের মধ্যকার স্পর্শ কোণ প্রায় শূন্য। কিন্তু কাচে সামান্য পরিমাণেও তৈলাক্ত পদার্থ থাকলে স্পর্শ কোণের মান বৃদ্ধি পায়।