কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তু যদি গতিশীল থাকে তবে এ অবস্থাকে আমরা গতি বলি। আর যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তবে তাকে আমরা স্থিতি বলি। কিন্তু বস্তুর এই গতি বা স্থিতি সবই আপেক্ষিক, পরম নয়। কেননা মহাবিশ্বের সবকিছুই প্রতিনিয়ত ঘুরছে। মহাবিশ্বের কোন কিছুই স্থির নয়। আর তাই কোন বস্তুর গতি বা স্থিতি পরম হতে পারে না। সুতরাং মহাবিশ্বে পরম গতি বা স্থিতি বলে কিছুই নেই সবই আপেক্ষিক।