তরল পদার্থে তাপ প্রয়োগ করলে তার আয়তন বাড়ে। তাপ অপসারণে আয়তন কমে। কিন্তু 0°C তাপমাত্রার পানিকে উত্তপ্ত করলে এর আয়তন বাড়ে না বরং আয়তন কমে। 4°C তাপমাত্রা পর্যন্ত এরূপ ঘটনা ঘটে।
4°C তাপমাত্রার পানিকে গরম বা ঠাণ্ডা যাই করা হোক না কেন তা প্রসারিত হয় যা তরল পদার্থের প্রসারণের ব্যতিক্রম। পানির এই প্রসারণকে পানির ব্যতিক্রমী প্রসারণ বলে।
সিস্টেম কত প্রকার ও কি কি?
সিস্টেম তিন প্রকার হয়, যেমন- উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম।
- উন্মুক্ত সিস্টেম (Open System) : যে সিস্টেমে পরিপার্শ্ব বা পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়ই বিনিময় করতে পারে তাকে উন্মুক্ত সিস্টেম বলে।
- বদ্ধ সিস্টেম (Closed System) : যে সিস্টেমে পরিপার্শ্ব বা পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না তাকে বদ্ধ সিস্টেম বলে।
- বিচ্ছিন্ন সিস্টেম (Isolated System) : যে সিস্টেম পরিপার্শ্ব বা পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না, অর্থাৎ ভর বা শক্তি কোনাে কিছুর বিনিময় করে না, তাকে বিচ্ছিন্ন সিস্টেম বলে।