ত্রৈধবিন্দু কাকে বলে? নিরাপদ ভ্রমণ বলতে কী বোঝ?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, তরল ও বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকে তাকে ঐ পদার্থের ত্রৈধবিন্দু বলে। যেহেতু কেবলমাত্র একটি নির্দিষ্ট চাপে ও একটি নির্দিষ্ট তাপমাত্রায় পদার্থ কঠিন, তরল ও বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকতে পারে সে কারণে তাপমাত্রার স্কেল নির্ধারণের জন্য ত্রৈধবিন্দু (triple point) বিশেষ উপযোগী।

নিরাপদ ভ্রমণ বলতে কী বোঝ?
নিরাপদ ভ্রমণ বলতে আমরা যা বুঝি তা হলো আমরা বিভিন্ন ধরনের যানবাহন যেমন বাস, ট্রেন বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে থাকি। এসব যানবাহনে ভ্রমণের সময় যানবাহনের গতি এবং বল ওতপ্রোতভাবে জড়িত। নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে গাড়ির গতি মূখ্য ভূমিকা পালন করে। গাড়ি গতি বা বেগ এমন হওয়া উচিত নয়, যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

সুতরাং বলা যায় গাড়ির গতি বা বেগ ঠিক রেখে সব ধরনের নিয়ম মেনে গাড়ি বা যানবাহন চালানোকে নিরাপদ ভ্রমণ বলে।