কির্শফের প্রথম সূত্র চার্জের নিত্যতা সুত্রকে সমর্থন করে- ব্যাখ্যা করো।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কির্শফের প্রথম সূত্রানুসারে, বৈদ্যুতিক বর্তনীর কোনো সংযোগ বিন্দু যেমন আধানের উৎস হিসেবে কাজ করে না, তেমনি ঐ সংযোগ বিন্দুতে আধান জমা বা সঞ্চিত হয় না। যার ফলে, যে কোনো সংযোগ বিন্দুতে আগত মোট প্রবাহ ঐ বিন্দু থেকে নির্গত মোট প্রবাহের সমান হবে। অর্থাৎ আগত প্রবাহগুলোর যোগফল = নির্গত প্রবাহগুলোর যোগফল।

অর্থাৎ কির্শফের প্রথম সূত্র চার্জের নিত্যতা সূত্র সমর্থন করে ।