যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তুকণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে আবর্ত গতি বলে।
নৌকা থেকে লাফ দিলে নৌকা পেছনের দিকে ছুটে যায় কেন?
নৌকা থেকে লাফ দিলে নৌকা পেছনে ছুটে যায় পশ্চাৎমুখী ক্রিয়া বলের জন্য।
নৌকা থেকে লাফ দিতে হলে নৌকাকে পশ্চাৎমুখী একটি বল প্রয়োগ করতে হয়। এটা হলো ক্রিয়া বল। সুতরাং নিউটনের ৩য় সূত্রানুসারে নৌকাটিও একটি সমান ও বিপরীতমুখী তথা সম্মুখমুখী বল প্রয়োগ করে, যেটি প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলের কারণেই নৌকা থেকে লাফ দেয়া সম্ভব হয়। অপরদিকে, পশ্চাৎমুখী ক্রিয়াবল প্রয়োগ করায় নৌকাটি পেছনের দিকে ছুটে যায়।