কোনো নিউক্লিয়াসের ভর এর মধ্যে অবস্থিত প্রোটন ও নিউট্রন তথা নিউক্লিয়নগুলোর ভরের সমষ্টির সমান হওয়ার কথা। কিন্তু দেখা গেছে কোনো নিউক্লিয়াসের ভর এর মধ্যে অবস্থিত নিউক্লিয়নগুলোর ভরের সমষ্টি অপেক্ষা সামান্য কম। অর্থাৎ নিউক্লিয়নগুলো মিলিত হয়ে নিউক্লিয়াস গঠনের সময় কিছুটা ভর অদৃশ্য হয়। একে ভর ত্রুটি বলে।
নিউক্লীয় বিক্রিয়া বলতে কী বোঝায়?
একটি নিউক্লিয়ন বা একটি নিউক্লিয়াস অপর একটি নিউক্লিয়াসে অতি নিকটবর্তী হলে তাদের পারস্পরিক মিথস্ক্রিয়ায় প্রক্ষিপ্ত কণা হ্রাসকৃত শক্তি নিয়ে অথবা অন্য কোন কণা বা গামা রশ্মি অতিরিক্ত শক্তি নিয়ে নির্গত হয় এবং অবশিষ্ট নিউক্লিয়াস উৎপন্ন হয়, এ ঘটনাকে নিউক্লীয় বিক্রিয়া বলে।