থার্মিস্টার কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য লিখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

থার্মিস্টার অর্ধপরিবাহী পদার্থ দ্বারা তৈরি একটি ব্যবস্থা, যার সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা যায়। রোধ থার্মোমিটারের মতো থার্মিস্টারের তাপমিতিক ধর্ম রোধ। তবে রোধ থার্মোমিটারের সাথে এর পার্থক্য হলো রোধ থার্মোমিটারে তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধ বৃদ্ধি পায়। কিন্তু থার্মিস্টারের রোধ তাপমাত্রার বৃদ্ধির সাথে হ্রাস পায়। রোধ থার্মোমিটারের তুলনায় থার্মিস্টার অনেক বেশি সুবেদী।

পরিমাপ সীমাঃ থার্মিস্টারের সাহায্যে -70°C থেকে 300°C পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়।

 

তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য

তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য নিম্নে দেওয়া হলোঃ

 

  • এটি তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
  • এই সুত্র অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন অথবা নির্দিষ্ট পরিমাণ তাপ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদন করা প্রয়োজন।
  • কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া অসম্ভব।
  • কাজ ও তাপ একে অপরের সমতুল্য।
  • এটি শক্তির সংরক্ষণ সুত্র ছাড়া আর কিছুই নয়।
  • এমন কোনো যন্ত্রের উদ্ভাবন সম্ভব নয় যা জ্বালানি বা শক্তি ব্যতীত কাজ করতে সক্ষম।