কিলোগ্রাম কাকে বলে? কোন রাশি প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ভরের একক হচ্ছে কিলোগ্রাম (kg)। ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজরসে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি 3.9 cm ব্যাস এবং 3.9 cm উচ্চতার একটি নিরেট গোলককে 1 কিলোগ্রাম (kg) বলে।

কোন রাশি প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন?
কোনো কিছুর পরিমাণ সঠিকভাবে জানতে হলে এককের প্রয়োজন। যেকোনো পরিমাপের জন্য প্রয়োজন একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণ, যার সাথে তুলনা করে পরিমাপ করা যায়। পরিমাপের এই আদর্শ পরিমাণকে বলা হয় পরিমাপের একক। যেমন: একটি লাঠিরদৈর্ঘ্য ৪ মিটার, এখানে মিটার হলো দৈর্ঘ্য পরিমাপের একক। কিন্তু যদি বলা হতো লাঠিটির দৈর্ঘ্য ৪, তাহলে বুঝা যেত না যে লাঠিটির প্রকৃত দৈর্ঘ্য কত হবে। হতে পারে ৪ মি. বা ৪ ইঞ্চি বা ৪ সেন্টিমিটার ইত্যাদি। সুতরাং সঠিক পরিমাণ বা পরিমাপ জানার জন্য পরিমাপের এককের প্রয়োজন।