ফেরোচৌম্বক পদার্থের বৈশিষ্ট্য
১. এরা চুম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত হয়।
২. এরা কঠিন এবং স্ফটিকাকারের হয়।
৩. এদের চৌম্বক ধারকত্ব ধর্ম রয়েছে।
৪. এদের নির্দিষ্ট কুরী বিন্দু রয়েছে।
৫. এদের চৌম্বকগ্রাহিতা বা প্রবণতা খুব বেশি এবং ধনাত্মক।
৬. এদের হিসটেরেসিস ধর্ম রয়েছে।
৭. এদের চৌম্বক প্রবেশ্যতা u>>1।
৮. এদের চৌম্বকগ্রাহিতা তাপমাত্রার উপর নির্ভর করে।
৯. চৌম্বক ক্ষেত্র অপসারণ করলে এদের চুম্বকত্ব খানিকটা থেকে যায়।
১০. চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে এরা দুর্বলতর অংশ হতে প্রবলতর অংশের দিকে গমন করে।
ডায়াচৌম্বক পদার্থের বৈশিষ্ট্য
১. এরা চুম্বক দ্বারা বিকর্ষিত হয়।
২. এরা কঠিন , তরল এবং বয়বীয় হয়।
৩. এদের চৌম্বক ধরকত্ব ধর্ম নেই।
৪. এদের কুরী বিন্দু নেই।
৫. এদের চৌম্বকগ্রাহিতা বা প্রবণতা ঋণাত্বক।
৬. এদের হিসটেরেসিস ধর্ম নেই।
৭. এদের চৌম্বক প্রবেশ্যতা u < 1।
৮. এদের চৌম্বকগ্রাহিতা তাপমাত্রার উপর নির্ভর করে না।
৯. চৌম্বক ক্ষেত্র অপসারণ করলে চুম্বকত্ব লোপ পায়।
১০. চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে এরা প্রবলতার অংশ হতে দুর্বলতর অংশের দিকে গমন করে।