প্যারাচৌম্বক পদার্থ কি? প্যারাচৌম্বক পদার্থের বৈশিষ্ট্য

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ক্রোমিয়াম, টাংস্টেন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি শক্তিশালী চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়। এগুলো প্যারাচৌম্বক পদার্থ। প্যারাচৌম্বক পদার্থের চৌম্বক ধর্মকে প্যারাচুম্বকত্ব বলে।

প্যারাচৌম্বক পদার্থের বৈশিষ্ট্য
১. এরা চুম্বক দ্বারা কম আকর্ষিত হয়।
২. এরা কঠিন, তরল ও বায়বীয় হয়।
৩. এদের চৌম্বক ধারকত্ব ধর্ম নেই।
৪. এদের কুরী বিন্দু নেই।
৫. এদের চৌম্বকগ্রাহিতা বা প্রবণতা কম এবং ধনাত্মক।
৬. এদের হিসটেরেসিস ধর্ম  নেই।
৭. এদের চৌম্বক প্রবেশ্যতা u > 1।
৮. এদের চৌম্বকগ্রাহিতা তাপমাত্রার উপর নির্ভর করে।
৯. চৌম্বক ক্ষেত্র অপসারণ করলে চুম্বকত্ব লোপ পায়।
১০. চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে এরা দুর্বলতর অংশ হতে প্রবলতর অংশের দিকে গমন করে।