তাপমাত্রিক ধর্ম কাকে বলে? গলনের আপেক্ষিক সুপ্ততাপ বলতে কী বোঝায়?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে পদার্থের বিশেষ বিশেষ ধর্মকে কাজে লাগানো হয়। তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায় সে ধর্মকে তাপমাত্রিক ধর্ম বলে। যেমন: পরিবাহীর রোধ তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, সুতরাং রোধ হলো একটি তাপমাত্রিক ধর্ম।
গলনের আপেক্ষিক সুপ্ততাপ বলতে কী বোঝায়?
গলনাঙ্কে পৌঁছে যাওয়ার পর যতই তাপ প্রয়োগ করা হোক না কেন এর তাপমাত্রা আর বৃদ্ধি পায় না। এ তাপ বস্তুর অণুগুলোর বন্ধন ছিন্ন করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সে শক্তি প্রয়োগ করে। সুতরাং সুপ্তাবস্থায় থাকা এ তাপকে গলনের আপেক্ষিক সুপ্ততাপ বলে।
গলনের আপেক্ষিক সুপ্ততাপকে সুস্পষ্ট করে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা যায় :
গলনাঙ্কের তাপমাত্রা স্থির রেখে 1Kg ভরের কোন কঠিন পদার্থকে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে গলনের আপেক্ষিক সুপ্ততাপ বলে।