গড় মুক্তপথ কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোনাে অণুর পর পর দুটি সংঘর্ষের মধ্যবর্তী স্থানগুলাের গড় নিলে যে দূরত্ব পাওয়া যায় তাকে গড় মুক্তপথ বা গড় নির্বাধ দূরত্ব বলে। আদর্শ গ্যাসের অণুসমূহ সর্বদা পরস্পরের সাথে এবং আধারের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। দুইটি সংঘর্ষের মধ্যবর্তী স্থানে অণুগুলাে মুক্তভাবে বিচরণ করে বলে নিউটনের গতিসূত্র অনুযায়ী এদের গতি সরলরেখায় হয়ে থাকে। প্রতিটি সংঘর্ষের পর অণুর বেগের দিক পরিবর্তিত হয়। পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে নির্বাধ দূরত্ব বা মুক্তপথ বলে।