n-টাইপ ও p-টাইপ অর্ধপরিবাহী কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

n-টাইপ অর্ধপরিবাহীঃ অর্ধপরিবাহী পদার্থে পঞ্চযোজী মৌল ভেজাল বা অপদ্রব্য হিসেবে মেশালে তাদের মধ্যে ঋণাত্মক আধান বাহক ইলেক্ট্রন গরিষ্ঠ আধান বাহক হিসেবে কাজ করে। এ ধরনের অর্ধ পরিবাহীকে n-টাইপ অর্ধপরিবাহী বলে।

p-টাইপ অর্ধপরিবাহীঃ বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়াম কেলাসের ভেতর ত্রিযোজী পদার্থ যেমন অ্যালুমিনিয়াম বা গ্যালিয়ামের পরমাণু সুনিয়ন্ত্রিতভাবে মেশালে যে অর্ধপরিবাহী পদার্থ উৎপন্ন হয় তাকে p-টাইপ অর্ধপরিবাহী বলে।