স্কেলার ক্ষেত্র কাকে বলে? বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যেকোনো ক্ষেত্র বিবেচনা করা হোক না কেন, ক্ষেত্রের প্রতিটি বিন্দুর সাথে একটি ভৌত গুণ যুক্ত থাকে। ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট ভৌত গুণ যদি স্কেলার হয়, তবে ঐ ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্র বলে। ঘনত্ব, উষ্ণতা, বিভব ইত্যাদি স্কেলার ক্ষেত্রের উদাহরণ।

বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন?

কোনো গতিশীল বস্তু যে ধর্মের জন্য গতিশীল থাকতে চায় তা বস্তুর গতি জড়তা। গতি জড়তার জন্য বস্তু গতিশীল থাকতে চায়। যেহেতু সুইচ অফ করা হলেও পাখাটিতে গতি জড়তা কাজ করে তাই গতি জড়তার জন্য পাখা গতিশীল থাকতে চায়। এ কারনেই সুইচ অফ করার সাথে সাথে থেমে যায় না। কিছুক্ষণ চলার পর থেমে যায়।