কোনো প্রবাহী যে ধর্মের জন্য এর অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের গতিকে বাধা প্রদান করে তাকে সান্দ্রতা বলে।
সান্দ্রতা কেন প্রবাহী পদার্থে সৃষ্টি হয়?
পদার্থের বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতি বিদ্যমান থাকলে সান্দ্রতার উদ্ভব হয়। অর্থাৎ সান্দ্রতা সৃষ্টির কারণ হচ্ছে পদার্থের বিভিন্ন স্তরের মধ্যবর্তী আপেক্ষিক গতি। কঠিন পদার্থের বিভিন্ন স্তরের মধ্যে কোনো আপেক্ষিক গতি থাকে না। এ কারণে কঠিন পদার্থের সান্দ্রতা সৃষ্টি হয় না। একই কারণে স্থির প্রবাহী (তরল ও বায়বীয়) পদার্থে সান্দ্রতা বল ক্রিয়া করে না। প্রবাহী গতিশীল হলে বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হয়। ফলে সান্দ্রতা বল ক্রিয়াশীল হয়। পদার্থের মধ্যে শুধু প্রবাহীই গতিশীল হতে পারে। এ কারণে প্রবাহী পদার্থে সান্দ্রতা সৃষ্টি হয়।
সান্দ্রতার প্রয়োজনীয়তা
(১) গতিশীল নৌকা, ষ্টীমার, লঞ্চ, জাহাজের উপর পানির এবং গতিশীল মোটর গাড়ি ও বিমানের উপর বায়ুর সান্দ্রতাজনিত বাধা লক্ষ করেই এ সমস্ত যন্ত্রের নকশা তৈরি হয়।
(২) ফাউনটেন পেন কালির সান্দ্রতা ধর্মের উপর ভিত্তি করেই প্রস্তুত করা হয়।
(৩) শিরা-উপশিরা দিয়ে রক্তের চলাচল এই ধর্মের উপর হয়ে থাকে।