তড়িৎ-চৌম্বক সম্পর্কীয় ফ্যারাডের সূত্রানুসারে, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ১৮৬৪ খ্রিস্টাব্দে পরা বিদ্যুৎ মাধ্যমে সরণ প্রবাহের উপর পরীক্ষালদ্ধ ফলাফল থেকে প্রস্তাব করেন যে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র দ্বারাও চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। সংযুক্ত পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র (E) ও চৌম্বক ক্ষেত্র (B) শূন্যস্থানে এক প্রকার আলোড়ন সৃষ্টি করে।
এ আলোড়নের তরঙ্গ গুণ রয়েছে। তরঙ্গ গুণসম্পন্ন এ আলোড়নকে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বলে। ম্যাক্সওয়েল এ সিদ্ধান্তে উপনীত হন যে, সম্পদ দ্বারা সৃষ্ট তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রে (E) এবং চৌম্বক ক্ষেত্র (B) একই সমতলে পরস্পরের উপরে লম্ব এবং সমতল ক্ষেত্রের অভিলম্ব বরাবর তরঙ্গের শক্তি সঞ্চালিত। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ শূন্যস্থানে আলোর বেগে চলে। সুতরাং আলোক তরঙ্গ এবং তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ অভিন্ন, পার্থক্য শুধু তরঙ্গ দৈর্ঘ্যের। এ তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ। ম্যাক্সওয়েলের তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব অনুসারে বস্তুর গুণবিশিষ্ট কাল্পনিক ইথারের পরিবর্তে বৈদ্যুতিক গুণবিশিষ্ট তড়িৎ চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে আলোর তরঙ্গ সঞ্চালিত হয়ে থাকে।