প্রতিসারক ও প্রতিফলক দূরবীক্ষণের পার্থক্য দেওয়া হলোঃ
প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র
- এই যন্ত্রে দুটি বা তিনটি উত্তল লেন্স বা একটি উত্তল লেন্স ও একটি অবতল লেন্স ব্যবহার করে প্রতিসরণের মাধ্যমে প্রতিবিম্ব গঠন করা হয়।
- এই যন্ত্রে প্রতিবিম্বের বর্ণ ত্রুটিযুক্ত থাকে।
- প্রতিবিম্বের গোলীয় ত্রুটি থাকে।
- আলোর শোষণ বেশি হয় বলে প্রতিবিম্বের উজ্জ্বল্য হ্রাস পায়।
- যন্ত্রের জন্য বড় উম্মেষের লেন্স প্রস্তুত করা কঠিন।
- বিচ্ছুরন ক্ষমতা কম।
প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র
- এই যন্ত্রে একটি অবতল ও একটি সমতল বা দুটি অবতল বা একটি অবতল ও একটি উত্তল দর্পণ ব্যবহার করে প্রতিফলনের মাধ্যমে প্রতিবিম্ব গঠন করা হয়।
- এই যন্ত্রে প্রতিবিম্বের বর্ণ ত্রুটিযুক্ত থাকে না।
- প্রতিবিম্বের গোলীয় ত্রুটি দূর করা যায়।
- আলোর শোষণ কম হয় বলে প্রতিবিম্বের উজ্জ্বল্য বেশি পায়।
- বড় উম্মেষের দর্পণ তৈরি করা অপেক্ষাকৃত সহজ।
- বিচ্ছুরন ক্ষমতা বেশি।