চৌম্বক ফ্লাক্স কাকে বলে? স্থায়ী চুম্বক তৈরিতে কাঁচা লোহা ব্যবহার করা হয় না- ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোন ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে পার হয়ে যাওয়া চৌম্বক বলরেখার মোট সংখ্যাকেই ঐ ক্ষেত্রের চৌম্বক ফ্লাক্স বলে। একে সাধারণত Φ দ্বারা সূচিত করা হয়।
চৌম্বক ফ্লাক্স এর একক হচ্ছে টেসলা-মিটার2 (tesla-metre2) এবং এর নাম দেয়া হয়েছে ওয়েবার (Weber, সংক্ষেপে Wb)।

স্থায়ী চুম্বক তৈরিতে কাঁচা লোহা ব্যবহার করা হয় না- ব্যাখ্যা কর।
স্থায়ী চুম্বক তৈরিতে পদার্থের দুটি বৈশিষ্ট্য বিবেচনা করা হয় : চৌম্বক গ্রাহীতা ও চৌম্বক ধারণক্ষমতা। যেসকল পদার্থের চৌম্বক গ্রাহীতার মান উচ্চ, সাধারণত তাদের ধারণ ক্ষমতা কম হয়। দেখা যায় যে, কাঁচা লোহার চৌম্বক গ্রহীতার মান উচ্চ হলেও এর ধারণ ক্ষমতা নিম্ন। অর্থাৎ, তড়িৎ প্রবাহ কিংবা বাহ্যিক চৌম্বকক্ষেত্র সরিয়ে নিলে সহজেই এটির চুম্বকত্ব লোপ পায়। যেমন: একটি কাঁচা লোহার দণ্ডের উপর অন্তরিত তামার তার পেঁচিয়ে তারের দু’প্রান্তের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে দণ্ডটি শক্তিশালী তাড়িতচুম্বকে পরিণত হয়। আবার, তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে সাথে সাথে দণ্ডটির চুম্বকত্ব লোপ পায়। কিন্তু স্থায়ী চুম্বক তৈরিতে এমন পদার্থ দরকার যার ধারণ ক্ষমতা খুবই উচ্চ। তাই স্থায়ী চুম্বক তৈরিতে কঁচা লোহার দণ্ড ব্যবহার করা হয় না।