অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ
অণু
- মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ঐ পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাই অণু।
- অণুর স্বাধীন সত্তা আছে।
- অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না।
- অণুতে মৌলিক ও যৌগিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে।
- অণুর উপাদান অসীম।
পরমাণু
- মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হল পরমাণু।
- পরমাণুর স্বাধীন সত্তা নেই।
- পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।
- পরমাণুতে মৌলিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে।
- পরমাণুর উপাদান ১১৪টি।