পরম আর্দ্রতা কি? পরম আর্দ্রতার একক কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পরম আর্দ্রতা হচ্ছে কোনাে নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ। বায়ুর প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে অর্থাৎ প্রতি ঘনমিটার বায়ুতে যত গ্রাম জলীয়বাষ্প থাকে তাকে ঐ স্থানের বায়ুর পরম আর্দ্রতা বলে। পরম আর্দ্রতার একক গ্রাম প্রতি ঘনমিটার (gm−3)। যে কোনাে স্থানের প্রতি ঘন মিটার বায়ুতে 10 g জলীয় বাষ্প থাকলে ঐ স্থানের পরম আর্দ্রতা 10 gm−3।