পয়সনের অনুপাত কাকে বলে? পয়সনের অনুপাতের মাত্রা ও একক নেই কেন?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোন তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বিকৃতির সাথে সাথে পার্শ্ব বিকৃতি ঘটে অর্থাৎ তারের ব্যাস বা ব্যাসার্ধ কমে যায়।

স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বিকৃতি ও পার্শ্ব বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। বিজ্ঞানী পয়সন এ অনুপাত আবিষ্কার করেন বলে একে পয়সনের অনুপাত বলা হয়।

সংজ্ঞাঃ স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বস্তুর উপাদানের পয়সনের অনুপাত বলে।
একে গ্ৰীক অক্ষর v (নিউ) দ্বারা সূচিত করা হয়।

পয়সনের অনুপাতের মাত্রা ও একক নেই কেন?
আমরা জানি, পয়সনের অনুপাত = দৈর্ঘ্য বিকৃতি/পার্শ্ব বিকৃতি। বিকৃতি একই জাতীয় দুটি রাশির অনুপাত বলে বিকৃতির মাত্রা ও একক নেই। আবার, পয়সনের অনুপাত দুটি বিকৃতির অনুপাত বলে পয়সনের অনুপাতের কোনো মাত্রা ও একক নেই।