ভীনের সরণ সূত্র কি? বল বৃদ্ধিকরণ নীতির ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

 

 

 

 

জার্মান পদার্থবিজ্ঞানী ডব্লিউ জে ভীন (জার্মান শব্দ Wien এর উচ্চারণ ভীন) ১৮৯৬ সালে তাপ গতিবিদ্যার তত্ত্ব প্রয়ােগ করে কৃষ্ণবস্তুর বর্ণালীতে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য শক্তি বন্টন বিষয়ক দুটি সূত্র প্রদান করেন। এই সূত্র দুটির নাম যথাক্রমে ভীনের সরণ সূত্র ও পঞ্চঘাত সূত্র। সূত্রটি হলােঃ কোন কৃষ্ণবস্তু থেকে সর্বাধিক শক্তি বিকিরণের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কৃষ্ণবস্তুটির পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক।

বল বৃদ্ধিকরণ নীতিঃ
প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা হতে বল বৃদ্ধিকরণ নীতির ধারণা পাওয়া যায় যা নিম্নরূপ :
তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তর পিস্টনগুলোতে সেই বলের বহুগুণ বল প্রযুক্ত হতে পারে। একে বল বৃদ্ধিকরণ নীতি বলা হয়।
ব্যাখ্যা : প্যাসকেলের সূত্রের পরীক্ষামূলক প্রমাণ থেকে দেখা যায় যে, প্রথম পিস্টনে F বল প্রয়োগ করে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পিস্টনে যথাক্রমে দ্বিগুণ, তিনগুণ ও চারগুণ বল প্রয়োগ করা যায়। এভাবে তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তর পিস্টনগুলোতে সেই বলের বহুগুণ বল প্রযুক্ত হতে পারে