এমন অনেক ক্ষুদ্র বস্তু আছে যা খালি চোখে দেখা যায় না। আবার অনেক দূরের বস্তুকে আমরা ভালোভাবে দেখতে পাই না। ক্ষুদ্র বস্তু বা দূরের বস্তুকে দেখার জন্য আমরা যন্ত্রের সাহায্যে নেই। এরূপ যন্ত্রকে বীক্ষণ যন্ত্র বা দৃষ্টি সহায়ক যন্ত্র বলে। সুতরাং, যেসব যন্ত্র কোনো ক্ষুদ্র বা দূরের বস্তু দেখার ব্যাপারে আমাদেরকে সহায়তা করে তাদেরকে বীক্ষণ যন্ত্র বা দৃষ্টি সহায়ক যন্ত্র বলে। ক্ষুদ্র বস্তুকে দেখতে অণুবীক্ষণ যন্ত্র এবং দূরত্বে বস্তু দেখতে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়।