পীড়ন কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোন বস্তুর দৈর্ঘ্য বা আকার বা আয়তনের পরিবর্তন ঘটলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতর এক প্রকার বল সৃষ্টি হয়, যা প্রযুক্ত বলের বিরুদ্ধে ক্রিয়া করে বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায়। বস্তুর একক ক্ষেত্রফলের উদ্ভূত এই বাধাদানকারী বলের মানকে পীড়ন বলে।

পীড়ন কাকে বলে?