চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ
চৌম্বক পদার্থ
১. যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে।
২. চৌম্বক পদার্থের কোন মেরু নেই।
৩. চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ডোমেইনগুলো একই দিকে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত থাকে।
৪. চৌম্বক পদার্থ চুম্বকত্ব প্রাপ্ত হলে তা বিভিন্ন কারণে লোপ পায়।
৫. চুম্বকের উভয় মেরুই চৌম্বক পদার্থকে আকর্ষণ করে।
অচৌম্বক পদার্থ
১. যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে।
২. অচৌম্বক পদার্থের কোন মেরু নেই।
৩. অচৌম্বক পদার্থের মধ্যে কোন ডোমেইন নেই।
৪. অচৌম্বক পদার্থের চুম্বক ধর্ম নেই, তাই বিলোপের প্রশ্নও নেই।
৫. অচৌম্বক পদার্থকে চুম্বকের কোন মেরুই আকর্ষণ বা বিকর্ষণ করে না।