গড় দ্রুতিঃ কোন বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায় তাকে গড় দ্রুতি বলে। অর্থাৎ, গড় দ্রুতি = মোট অতিক্রান্ত দূরত্ব/সময়।
তাৎক্ষণিক দ্রুতিঃ গতিশীল কোনাে বস্তুর কোনাে একটি বিশেষ মুহুর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে। অতি ক্ষুদ্র সময় ব্যবধানে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ও ঐ ব্যবধানের অনুপাত দ্বারা তাৎক্ষণিক দ্রুতি নির্ণীত হয়।