প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু বা ব্যক্তি যে জায়গা দখল করে থাকে তাকে তার অবস্থান বলে।
প্রত্যকটি বস্তু বা ব্যক্তির অবস্থান সঠিকভাবে নির্দেশের জন্য একটি প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন, যার সাপেক্ষে ঐ বস্তুর অবস্থান চিহ্নিত করা হয়। যেমন- ঘরের ভেতরের একটি সিলিং ফ্যানের অবস্থান সঠিকভাবে বলার জন্য একটি বিন্দুর সাপেক্ষে বলতে হয়, দরজা থেকে 5 ফুট দূরে এবং মেঝে থেকে 6 ফুট উপরের দিকে ফ্যানের অবস্থান।