অবস্থান কাকে বলে? অবস্থানের উদাহরণ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু বা ব্যক্তি যে জায়গা দখল করে থাকে তাকে তার অবস্থান বলে।

প্রত্যকটি বস্তু বা ব্যক্তির অবস্থান সঠিকভাবে নির্দেশের জন্য একটি প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন, যার সাপেক্ষে ঐ বস্তুর অবস্থান চিহ্নিত করা হয়। যেমন- ঘরের ভেতরের একটি সিলিং ফ্যানের অবস্থান সঠিকভাবে বলার জন্য একটি বিন্দুর সাপেক্ষে বলতে হয়, দরজা থেকে 5 ফুট দূরে এবং মেঝে থেকে 6 ফুট উপরের দিকে ফ্যানের অবস্থান।